শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইসলাম প্রচার নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অনন্ত

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, প্রযোজক এবং শিল্পপতি অনন্ত জলিল আন্তর্জাতিক মিডিয়ার খবরে পরিণত হয়েছেন। সিনেমার জন্য নয়, ইসলাম ধর্মের প্রতি তার অনুরাগ এবং এর প্রচার কাজে নিজেকে নিয়োজিত করায় তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি কেড়েছেন। স¤প্রতি তিনি তাবলিগ জামায়াতে যোগ দিয়েছেন। ঘোষণা দিয়েছেন, আগামী এক বছর নিজেকে ইসলামকেন্দ্রিক কার্যক্রমের সঙ্গে জড়িত রাখবেন। তার এ সংবাদ প্রকাশ করেছে এএফপি, দ্য ডেইলি মেইল, আরব নিউজ, ইন্ডিয়ান নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এএফপির সঙ্গে সরাসরি কথাও বলেছেন তিনি। এএফপিকে অনন্ত বলেন, আল্লাহ আমাদের তৈরি করেছেন। আমি তার শুকরিয়া আদায় করতে চাই। যদি আমি তরুণ প্রজন্মের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে পারি তারা উপকৃত হবেন। তারা নবীর পথের অনুসারী হবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। গত ২৯ জুলাই থেকে আনন্ত ধানমন্ডির তাকওয়া মসজিদে তিন দিনের তাবলিগ জামাতে ছিলেন। এসময় তিনি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত থেকে সবাইকে ইসলামের দাওয়াত দেন। সেসময়ের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপরই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হন তিনি। গত জানুয়ারিতে স্ত্রী বর্ষাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করেন এই জনপ্রিয় নায়ক। এদিকে অনন্ত অনেক আগে থেকেই বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো এবং অসুস্থ্য শিশুদের নিজ খরচে দেশের বাইরে চিকিৎসা করানোর মতো মানবিক কাজে নিজেকে জড়িয়েছেন। তার প্রতিষ্ঠিত বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। ইতোমধ্যে তিনটি এতিমখানা প্রতিষ্ঠার পাশাপাশি সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে একটি বৃদ্ধাশ্রম করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ফোরকান ১৫ আগস্ট, ২০১৭, ১:৫৭ এএম says : 0
আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক।
Total Reply(0)
Muhammad Selim ১৫ আগস্ট, ২০১৭, ১১:৫৯ এএম says : 0
আল্লাহ তাকে ইসলামের একনিষ্ট প্রচারক হিসাবে কবুল করুক,আমীন।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন