বিনোদন ডেস্ক: মিশন ইমপসিবল সিরিজের নতুন ছবির শূটিংয়ে আহত হয়েছেন টম ক্রুজ। লন্ডনের এক সেটে লাফ দেওয়ার দৃশ্যে শট দিতে গিয়ে পায়ে ব্যাথা পান তিনি। দৃশ্যটি ছিল টম একটি ভবনের ওপর থেকে লাফ দিয়ে নিচে নেমে আসবেন। এই দৃশ্য করতে গিয়ে নিচে নামার সময় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ব্যথা পান। ৫৫ বছর বয়সী এই অভিনেতা মিশন ইমপসিবলসহ তার সব ছবিতে ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজেই অভিনয় করেন। কোনো স্টান্টম্যানের সহযোগিতা নেন না। নতুন ছবি স¤পর্কে টম বলেন, গল্পের পাশাপাশি লোকেশন আর অ্যাকশনে নতুনত্ব থাকবে এবার। যা আগের ছবিগুলোকে ছাড়িয়ে যাবে। মিশন ইমপসিবল সিক্স প্রযোজনা করছে প্যারামাউন্ট ও স্কাইড্যান্স প্রডাকশনস। সহপ্রযোজক টম ক্রুজ। পরিচালনা করছেন আগের পর্বের ক্রিস্টোফার ম্যাককুরি। মিশন ইমপসিবল সিক্স মুক্তি পাবে ২০১৮ সালের ২৭ জুলাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন