বিনোদন রিপোর্ট: এস এ হক অলিকের রচনায় ও নির্দেশনায় ‘প্রেমের ঘুনপোকা’ নামের টেলিফিল্মে জুটি হয়ে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও চিত্রনায়িকা নিপুণ। সম্প্রতি টেলিফিল্মটির শূটিং শেষ হয়েছে। গল্পের বিষয়বস্তু প্রসঙ্গে এস এ হক অলিক বলেন, ‘দু’জনের প্রেমের সম্পর্কের মধ্যে তৃতীয় কোন পক্ষ হস্তক্ষেপ করলে যে যন্ত্রণা তৈরী হয় সেটা ভালো নয়। তাই প্রেমের মধ্যে ঘুনপোকা তৈরীর আগেই যেন সেই ঘুনপোকা তৈরী হতে না পারে সেদিকে দৃষ্টি রাখা উচিত।’ আনিসুর রহমান মিলন বলেন, ‘অলিকের নির্দেশনায় এর আগেও আমি আর নিপূণ অভিনয় করেছি। নিপূণের সঙ্গে অন্য পরিচালকের নির্দেশনাতেও কাজ করেছি। যে কারণে তার সঙ্গে কাজের বোঝাপড়াটা চমৎকার। নিপূণ চরিত্রের গভীরে প্রবেশ করে অভিনয় করতে পারেন। এটা একজন শিল্পীর জন্য খুব জরুরী।’ নিপূণ বলেন, ‘মিলন ভাই আমার খুব ভালো একজন সহশিল্পী। তারসঙ্গে কাজ করাটা সবসময়ই আমার কাছে আনন্দের। তিনি উঁচু মাপের একজন অভিনেতা। অলিক ভাইয়ের নির্দেশনায় নতুন এ টেলিফিল্মটির গল্প চমৎকার। তাছাড়া অলিক ভাই সবসময়ই ভালো গল্প নিয়ে নির্মাণ করেন। নির্মাতা হিসেবে বেশ বিচক্ষণ একজন নির্মাতা।’ উল্লেখ্য, গত ঈদে মিলন ও নিপূণ সকাল আহমেদ’র নির্দেশনায় ‘অভিনেত্রী’ নাটকে অভিনয় করেছিলেন। এদিকে নিপূণ এরইমধ্যে শেষ করেছেন উত্তম আকাশের নির্দেশনায় ‘ধূসর কুয়শা’ চলচ্চিত্রের কাজ। আসছে ঈদে আনিসুর রহমান মিলনকে দেখা যাবে চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, সুমন আনোয়ার, গোলাম সোহরাব দোদুল, হিমেল আশরাফ, সেতু আরিফ’সহ আরো বেশ ক’জন নির্মাতার নাটকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন