বিনোদন রিপোর্ট: এই প্রথম টেলিভিশন অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ করেছেন চিত্রনায়িকা মৌসুমী, পূর্ণিমা ও চিত্রনায়ক ফেরদৌস। ‘তারায় তারায় আনন্দ উৎসবের গল্প’ শিরোনামে এই অনুষ্ঠানটির শূটিং স¤প্রতি বাংলাভিশনে সম্পন্ন হয়। সোনিয়া হোসেন-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ। মৌসুমী, ফেরদৌস ও পূর্ণিমা সব প্রজন্মের কাছে জনপ্রিয়। সব প্রজন্মের কাছে তাঁদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এই তিন অতিথির তারকা হওয়ার গল্প জানা যাবে এই অনুষ্ঠানে। এছাড়াও বর্তমানের চলচ্চিত্র শিল্প সম্পর্কে অতিথিরা কথা বলেছেন। ঈদ-উল-আযহা’র বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন বিকেল ৫টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন