মোটা শরীর এবং বেশি ওজন নিয়েই মিস ব্রিটিশ বিউটি কার্ভ ২০১৭ জিতলেন প্রাক্তন নৃত্যশিল্পী এমিলি ডায়প্রে। অথচ নিজের ওজন নিয়ে এতটাই চিন্তিত ছিলেন যে তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। এ নিয়ে সবসময় চিন্তা করতেন। ২৪ বছরের এমিলি একটি নাচের স্কুলে নাচ শিখতেন। স্থূল দেহ নিয়ে সেখানে তাকে প্রতিমুহূর্তে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হত। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে এমিলি সামাজিক জীবন থেকে নিজেকে সরিয়ে নেন। তবে দমে যাননি। আত্তবিশ্বাসী হয়ে মোটা শরীরের গঠন নিয়েই নতুন করে পথ চলা শুরু করেন। অংশগ্রহণ করেন মিস ব্রিটিশ বিউটি কার্ভ প্রতিযোগিতায়। চার রাউন্ডে পাস করে তবে জয়ের শিরোপা পেয়েছেন এমিলি। চার রাউন্ডে ডিরেক্টর এবং প্রাক্তন জয়ীদের সঙ্গেও তার একাধিক সাক্ষাৎ হয়েছিল। এমিলির এই জয়, জীবনের মূলস্রোতে ফিরে এসে এভাবে নিজেকে প্রমাণ করা, অন্য মোটা মেয়েদের কাছে শিক্ষনীয়। এমিলি প্রত্যেক মানুষকে একটাই কথা বলতে চেয়েছেন, আপনার চেহারা যেমনই হোক, তার গঠন যেমনই হোক, সেই নিয়ে কখনও লজ্জিত হওয়া উচিৎ নয় কারও।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন