শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফিটনেস প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হৃতিক

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

হৃতিক রোশনের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি কাবিল মোটামুটি ব্যবসা সফল হয়। আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তবে তার কদর এখনো অটুট রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তিনি এখনও কাক্সিক্ষত তারকা। সম্প্রতি হৃতিক একটি ফিটনেস অ্যান্ড হেলথ কো¤পানির সঙ্গে ১০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছেন। শুধু যে টাকার চুক্তি করেছেন তাই নয়, সেই কো¤পানির একজন শেয়ার হোল্ডারও হয়েছেন। কিছুদিন আগে একটি ফার্নিচার কো¤পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও হৃতিককে চুক্তিবদ্ধ করা হয়েছে। প্রথমে অ্যাম্বাসেডর হিসেবে অর্জুন কাপুরকে নির্বাচন করা হয়। অর্জুন অনেক বড় অংকের অর্থ চেয়ে বসেন। ফলে সেই কো¤পানি অর্জুনকে বাদ দেয়। প্রতিষ্ঠানটির কাছে মনে হয়েছে অ্যাম্বাসেডর হিসেবে হৃতিকই উপযুক্ত। পরবর্তীতে তারা অর্জুনের চাহিদার চেয়ে আরও অনেক বেশি অর্থ খরচ করে হৃতিককে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করে। কাবিলের সাফল্য হতাশাজনক হওয়ার পরে হৃতিকের এতো বড় চুক্তি পাওয়া দেখে অবাক হয়েছেন অনেকেই। হৃতিক অবশ্য এখন হাতে আর কোনো কাজও নিচ্ছেন না। তিনি কৃষ ছবির চতুর্থ সিক্যুয়েলের জন্য নিজেকে তৈরি করছেন। কৃষ-৪ ছবিতেও পরিচালক হিসেবে থাকছেন হৃতিকের বাবা রাকেশ রোশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন