নব্বই দশকের তিন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মৌ, তানিয়া ও সুইটি। এই তিনজন আবার একে অপরের ঘনিষ্ট বন্ধু। তবে মিডিয়ায় দীর্ঘ পথ পাড়ি দিলেও এই তিনজনকে কখনোই একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। এবার তিন বন্ধুকে এক করে নাটক নির্মাণ করছেন আরিফ খান। আসছে ঈদের জন্য ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে এই তিনজনকে অভিনয় করিয়েছেন তিনি। শিল্পী মহলানবীশ রচিত নাটকের নাম ‘টেক এ ব্রেক’। নাটকের গল্পে দেখা যাবে, শ্বেতা, তৃণা আর ঝুমা-এই তিন বান্ধবীর মধ্যে খুব মিল। কিন্তু তিন বান্ধবীরই স্বামীর সঙ্গে নানা ঝামেলা লেগে থাকে। একসময় তিন বান্ধবী মিটিং করে সিদ্ধান্ত নেয় স্বামীদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে গিয়ে একসময় উপলদ্ধি হয় তিনজনই স্বামী, সংসার এবং সন্তানদের ভীষণ ভালোবাসে। ফলে সিদ্ধান্ত নেয়, যত ঝগড়াই হোক, কেউ কাউকে ছেড়ে যাবেনা কোনদিন। নাটকে শ্বেতা চরিত্রে মৌ, তৃণা চরিত্রে সুইটি এবং ঝুমা চরিত্রে তানিয়া অভিনয় করছেন। সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘নাটকটিতে অভিনয় করতে ভীষণ ভালো লেগেছে। অনেক বছর পর হলেও অবশেষে আমরা একটি নাটকে অভিনয় করলাম। ধন্যবাদ আরিফ খানকে।’ তানিয়া আহমেদ বলেন, ‘নির্মাতা আরিফ খান দীর্ঘদিন ধরেই আমাদের তিন বন্ধুদের নিয়ে কাজ করার স্বপ্ন দেখে আসছিলো। অবশেষে আমরা কাজটি করতে পারছি। শূটিং করতে গিয়ে আমার মনে হয়েছে আমাদের বন্ধুত্বের নতুন এক জাগরণ হলো। কাজ করতে এসে উপলদ্ধি হয়েছে এমন যে, সত্যিই চলার পথে জীবনে ভালো বন্ধুর প্রয়োজন আছে। ’ তানভীন সুইটি বলেন,‘শূটিংতো করছিই, এর পাশাপাশি তিন বন্ধুর গল্প, আড্ডা এটা ভীষণ উপভোগ করেছি। আমি এবং তানিয়া বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছি। কিন্তু আমরা তিনজন কখনো কোন কাজ একসঙ্গে করিনি। যে কারণে এই কাজটা আমাদের নিজেদেরও স্বপ্নের একটি কাজ। ঈদে এসএ টিভিতে প্রচার হবে ‘টেক এ ব্রেক’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন