ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পরিচালক শাহীন সুমনের বেশ সুখ্যাতি রয়েছে। তার প্রথম সিনেমা গডফাদার থেকে এ পর্যন্ত যে কয়টি সিনেমা নির্মাণ করেছেন, তার প্রত্যেকটিই সফল হয়েছে। তার নির্মিত প্রথম সিনেমা ছিল গডফাদার মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। এ সিনেমায় তিনি চমক হিসেবে উপহার দিয়েছিলেন পপ স¤্রাট আযম খানকে। কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এরপর শাহীন সুমনকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে এবার পিছনে তাকিয়েছেন। তার পরিচালিত প্রথম সিনেমা গডফাদার-এর সিক্যুয়াল হিসেবে গডফাদার-২ নির্মাণ করতে যাচ্ছেন। শাহীন সুমন বলেন, আমার প্রথম সিনেমার প্রযোজক মেহেদী হাসান কাকন ভাই নিজে থেকেই গডফাদার-২ নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন। গডফাদার সিনেমায় পপ সম্রাট আজম খান ও রুবেল ভাই অভিনয় করেছিলেন। কাকন ভাই তাতে পাগলা মুন্না নামে একটি চরিত্র করেছিলেন যা খুব প্রশংসিত হয়। সিনেমাটির সিক্যুয়েলেও কাকন ভাইকে দিয়ে সেই পাগলা মুন্না চরিত্রে অভিনয় করার জন্য রাজি করিয়েছি। আশা করছি, সিনেমার মতোই একটি সিনেমা উপহার দিতে পারবো। ঈদের পরপরই শূটিং শুরু করব। উল্লেখ্য, শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায় রয়েছে। এখন নির্মাণ করছেন মাতাল নামে একটি সিনেমা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন