বিনোদন ডেস্ক: গত ঈদের মতো এবারের ঈদেও অভিনেত্রী শখ সাগর জাহানের রচনা ও নির্দেশনায় সাত পর্বের ঈদ ধারাবাহিক অ্যাভারেজ আসলামের সিক্যুয়ালে অভিনয় করছেন। এবারের সিক্যুয়ালের নাম ‘ম্যারিড লাইফ-এ অ্যাভারেজ আসলাম’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম। পারিহা চরিত্রে অভিনয় করছেন শখ। শখ বলেন, ‘সাগর ভাইয়ার নিদের্শনায় কাজ করাটা সবসময়ই দারুণ উপভোগ করি। তাছাড়া সঙ্গে যখন মোশাররফ ভাই থাকেন তখন কাজটাও দারুণ মজার হয়ে উঠে। বরাবরের মতো ধন্যবাদ দিতেই হয় সাগর ভাইকে। কারণ তিনি আমার অভিনয়কে পছন্দ করেন বলেই আমাকে এই চরিত্রে কাজ করাচ্ছেন। আমিও চেষ্টা করছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি, এবারের সিক্যুয়ালটিও দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হবে।’ ঈদে বাংলাভিশনে প্রচার হবে ধারাবাহিকটি। এছাড়া এবারের ঈদে শখকে দেখা যাবে হিমেল আশরাফের ‘হ্যালো আর জে’সহ আরো একটি নাটক’সহ শামীম জামান’র একটি, মাবরুর রশীদ বান্নাহর তিনটি, মেহেদী হাসান জনির পাঁচটি নাটকে শখকে অভিনয়ে দেখা যাবে। এদিকে আপাতত চলচ্চিত্রে শখকে দেখা না গেলেও এখনো তার আগ্রহ আছে চলচ্চিত্রে অভিনয় করার। শখ বলেন, ‘গল্প এবং চরিত্র যদি আমার ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আবারো চলচ্চিত্রে অভিনয় করবো।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন