বিনোদন রিপোর্ট: ঈদে অভিনয়ে বিপাশা হায়াতকে না দেখা গেলেও, তার রচিত দুটি নাটক প্রচার হবে। তার রচিত ‘এ কি খেলা’ নাটকটি নির্মাণ করেছেন আরিফ খান। ‘ছায়া’ নাটকটি নির্মাণ করেছেন তানিয়া আহমেদ। ‘এ কি খেলা’ নাটকে অভিনয় করেছেন ওমরসানী ও মৌসুমী দম্পতি এবং ‘ছায়া’ নাটকে অভিনয় করেছেন নোবেল, জাকিয়া বারী মম ও এফএস নাঈম। নাটক দুটির গল্প প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, ‘মানুষের লোভ, পাপ এবং প্রায়শ্চিত্ত-এগুলো নিয়েই নাটকের গল্প আবর্তিত হয়েছে। মানুষের এই বিষয়গুলো যখন প্রকাশ হয়ে যায় তখন তার সুখটাও কলুষিত হয়। আবার মানুষের ছোট কিংবা বড় পাপ কখনোই চাপা থাকেনা, কালের আবর্তে তা একসময় প্রকাশ পাবেই। এই বিষয়গুলোই আমি নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি সবসময়ই এমনকিছু লিখতে চাই, যেন তা মানুষকে কিছুটা সময়ের জন্য হলেও ভাবায়। আবার ছায়া নাটক প্রসঙ্গে বলতে হয় যখন একজন মানুষ চলে যায় তখন কোন না কোনভাবে তার ছায়া আমাদের চারপাশে থেকে যায়। এই বিষয়টিকে ঘিরেই নাটকের গল্প এগিয়ে যায়।’ আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে ‘এ কি খেলা’ এবং চ্যানেল আইতে প্রচার হবে ‘ছায়া’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন