ঐতিহ্য-রবীন্দ্রনাথের ধারাবাহিকতায় অনন্যসাধারণ বাঙালি নাট্যবিদ নাট্যাচার্য সেলিম আল দীন-এর ৬৮তম জন্মবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৮-২০ আগস্ট আয়োজন করেছে তিনদিন ব্যাপী ‘'নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৭'। নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ১৬তম এ আসরের শ্লোগান- ‘রবীন্দ্রনাথ-সেলিম আল দীন রয় ঐতিহ্যের ধারায়, বাঙলা নাট্যের জয়যাত্রা কভু না হারায়’। উৎসবে স্বপ্নদলের তিনটি নাট্যপ্রযোজনা ‘চিত্রাঙ্গদা’, ‘হেলেন কেলার’, ‘হরগজ’ মঞ্চায়ন ছাড়াও থাকবে বিশেষ বক্তৃতানুষ্ঠান, আলোচনা, সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতি এবং নাট্যমুখোশ দিয়ে শিল্পকলার চত্বর সজ্জা ইত্যাতি। ১৮ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে নাট্যাচার্য সেলিম আল দীন-এর জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনাসহ উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন ড. আফসার আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন নাট্যজন আকতারুজ্জমান। পরে মঞ্চায়িত হবে স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এর আগে সকাল ৮টায় থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে বাসযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং সাড়ে ৯টায় ক্যাম্পাসস্থ পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। দ্বিতীয় দিন ১৯ আগস্ট শনিবার বেলা সাড়ে ৩টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে মঞ্চসারথি আতাউর রহমানের সভাপতিত্বে একক বক্তৃতানুষ্ঠানে 'সেলিম আল দীনের নাট্যদর্শন তথা বাঙলা নাট্যরীতি প্রসারে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়' শীর্ষক বক্তব্য প্রদান করবেন নাট্যাচার্যের আজন্ম শিল্পসঙ্গী নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন নাট্যজন ড. রশীদ হারুন, যাত্রাজন মিলন কান্তি দে, নাট্যজন ড. মোহাম্মদ বারী, নাট্যজন কামরুল হাসান খান, নাট্যজন চন্দন রেজা, মূকাভিনয়জন রিজোয়ন রাজন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখবেন উৎসবের আহ্বায়ক ও স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। এ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এরপর সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হবে স্বপ্নদল প্রযোজনা অপূর্ব কুমার কুন্ডুর রচনায়, জাহিদ রিপনের নির্দেশনায় এবং জুয়েনা শবনমের একক-অভিনয়ে মনোড্রামা ‘হেলেন কেলার’। প্রদর্শনীতে অতিথি হিসেবে থাকবেন নাট্যজন ঝুনা চৌধুরী। শেষ দিন ২০ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে রয়েছে নাট্যোৎসবের সমাপনী ও স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীন-এর কালজয়ী সৃষ্টি ‘হরগজ’-এর মঞ্চায়ন। অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের সমাপন করবেন নাট্যজন ড. ইনামুল হক। উল্লেখ্য, উৎসবে নির্ধারিত স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’, ‘হেলেন কেলার’ এবং ‘হরগজ’- তিনটি প্রযোজনাই ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন উদ্ভাবিত আধুনিক ‘বাঙলা নাট্যরীত’তে নির্মিত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন