ব্রিটিশ তারকা ড্যানিয়েল ক্রেগ অবশেষে ঘোষণা করলেন, জেমস বন্ড হিসেবে আবার তিনি ফিরছেন। বন্ড সিরিজের ২৫তম ছবিতে তাকে আবার দেখা যাবে তাকে। তবে এটাই হতে যাচ্ছে বন্ড সিরিজে তার শেষ উপস্থিতি। গত সপ্তাহে আমেরিকান একটি টিভি শোতে এ তথ্য জানান ক্রেগ। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় পঞ্চমবারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয় করবেন কিনা। উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে আমি অনিচ্ছুক ছিলাম। সব সাক্ষাৎকারেই মানুষ আমাকে এই প্রশ্ন করেছে। কিন্তু আমার মনে হয়েছে, আপনার কাছেই সত্যিটা বলা দরকার। তাহলে কি আমরা সুখবর দিতে পারছি, ড্যানিয়েল ক্রেগ জেমস বন্ড হিসেবে ফিরছেন? এমন প্রশ্নের জবাবে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, হ্যাঁ। তবে এটাই হতে যাচ্ছে বিখ্যাত গুপ্তচর হিসেবে তার শেষ কাজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন