শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ব্যবসা সফল হওয়ার কারণ জানালেন আমির খান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বলিউডে মিস্টার পারফেক্টশনিস্ট হিসেবে পরিচিত আমির খান অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও বেশ সফল। ইতোমধ্যে তার প্রযোজিত প্রায় প্রত্যেকটি সিনেমা ব্যবসা সফল হয়েছে। এর কারণ সম্পর্কে আমির বলেন, যে সিনেমাটিতে আমরা আস্থা রাখি, শুধু সেটিই নির্মাণ করি। আমি সৌভাগ্যবান কারণ লেখক, পরিচালক এবং অন্যান্য প্রতিভাবান ব্যক্তি যারা সিনেমা নির্মাণের জন্য আমাদের কাছে আসেন, তা কোনো না কোনোভাবে ভালো ব্যবসা করে। এর কারণ আমরা যেটি নির্মাণ করি সেটির ওপর বিশ্বাস রাখি এবং প্রতিভাবান ব্যক্তিদের নিয়ে কাজ করি। উল্লেখ্য, লাগান সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে নাম লেখান আমির খান। এরপর জানে তু ইয়া জানে না, তারে জমিন পার, দিল্লী বেল্লী, দঙ্গলসহ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেন তিনি। সিনেমাগুলোর বেশিরভাগই বক্স অফিসে ভালো ব্যবসা করে। তার প্রযোজিত পরবর্তী সিনেমা সিক্রেট সুপারস্টার। প্রযোজনার পাশাপাশি সিনেমাতে অভিনয়ও করছেন তিনি। এতে অভিনয় করছেন দঙ্গল সিনেমায় আমিরের সহ-অভিনয়শিল্পী জাইরা ওয়াসিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন