শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটির কাজ এগিয়ে চলেছে

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ঢাকার অদূরে গাজীপুর জেলার সফিপুরের কবিরপুরে নির্মিত হচ্ছে ১০৫ একর (৩১৭ বিঘা) জমির উপর পূর্ণাঙ্গ ফিল্ম সিটি। এর নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু ফিল্ম সিটি। এই ফিল্ম সিটিকে আন্তর্জাতিক মানে গড়ে তোলা হচ্ছে বলে জানান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ। তিনি বলেন, ২০১৫ সালের অক্টোবরের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত ছিল ফিল্ম সিটি নির্মাণের প্রাথমিক মেদায়কাল। যেটি বাড়ানো হয়েছে আরো এক বছর। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ব্যয় করা হচ্ছে ২০ কোটি টাকা। ইতোমধ্যে বাউন্ডারি দিয়ে চারপাশে ঘেরা হয়েছে। প্রথমধাপে যে কাজ হয়েছে তাতে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র যারা বানাতেন চান তা করতে পারবেন। থাকারও ব্যবস্থা করা হয়েছে। তবে এফডিসির অনুমতি নিতে হবে। তপন কুমার ঘোষ জানান, দ্বিতীয় ধাপের প্রকল্পের কাজ এ বছর শেষ হবে না। আগামী বছর শেষ হবে। সময় বাড়ানোর কারণ ফিল্ম সিটিতে যাওয়ার যে রাস্তা তা ফিল্ম সিটিতে যাওয়ার উপযোগী নয়। এটিকে বাড়িয়ে ৮০ ফুট চওড়া করা হবে। রাস্তার জন্য প্রকল্প সংশোধন করে সময় বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধু ফিল্ম সিটি প্রকল্পটি ৩০০ কোটি টাকার। আধুনিক চলচ্চিত্রের যা যা দরকার সবই থাকছে সেখানে। এতে সেটের মত করে তৈরি করা হবে পুরো বাংলাদেশ। সেখানে চাইলে বিদেশি পর্যটকরাও আসতে পারবেন। শুধু ফিল্মের জন্য বঙ্গবন্ধু ফিল্ম সিটি হবে তা নয়, এটি হবে একটি পূর্ণ বিনোদন কেন্দ্র। আশা করা হচ্ছে, ২০২১ সালের মধ্যে পরিপূর্ণ ফিল্ম সিটি প্রতিষ্ঠারর কাজ শেষ হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন