শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাকিল খানের সাথে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন পপি

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

নব্বই দশকের শেষের দিকে শাকিল খান ও পপি জুটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। একসঙ্গে সিনেমা করতে গিয়ে তারা একে অপরের প্রেমেও পড়েন। প্রেম থেকে বিয়ে পর্যন্ত গড়ায় বলে সে সময় রব উঠেছিল। পপি তখন তা অস্বীকার করেছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর পপি স্বীকার করলেন তিনি শাকিলের প্রেমে পড়েছিলেন এবং প্রেম কেন ভেঙ্গে গেল তারও বিস্তারিত বিবরণ দেন। স¤প্রতি শাহরিয়ার নাজিম জয়ের টকশো সেন্স অব হিউমার-এ হাজির হয়েছিলেন পপি। এ অনুষ্ঠানে স্বীকার করলেন শাকিলের সঙ্গে তার প্রেমের কথা। তিনি বলেন, কখনো কোনো হিরোর প্রেমে পড়িনি। একবার একজনের সাথে (শাকিল খান) প্রেম করেছিলাম। ওইটা আমার ব্যাড এক্সপেরিয়েন্স ছিল। এটা আমার বলতে সমস্যা নেই। তিনি বলেন, শাকিল আমার জন্য সঠিক মানুষ ছিল না। আমি যতটুকু জানি শাকিলের অনেকগুলো প্রেম ছিল, অনেকগুলো বিয়েও ছিল। তাদের সাথে সে কমফোর্টেবল ছিল। অনেকের সাথে তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এভাবে অনেকগুলো পর্ব গেছে। এসব ঘটনা জানার পর স¤পর্ক ভেঙে যায়। পপি বলেন, প্রত্যেকের জীবনে ধাক্কা খাওয়ার প্রয়োজন রয়েছে। তাতে ভবিষ্যতে সতর্ক থাকা যায়। এছাড়া পর্দা জুটির ভেঙে যাওয়ায় শাকিলের পাগলামিকে দায়ি করেন পপি। যার কারণে প্রযোজক-পরিচালকরা তাদের নিয়ে পরে সিনেমা বানাননি। এদিকে স¤পর্ক ভাঙার পর অনেকদিন পর¯পরের মুখোমুখি হননি শাকিল-পপি। মাস কয়েক আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্য পদে প্রার্থী হন পপি। ভোটের দিন শাকিলের কাছে ভোট চান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
বাদল ২০ আগস্ট, ২০১৭, ১২:১২ পিএম says : 0
সব সময় ভাল মানুষের সাথে ভাল হয় আর খারাপ মানুষের সাথে খারাপ হয়। এটা তারই নমুনা
Total Reply(0)
farid ২০ আগস্ট, ২০১৭, ২:৫৩ পিএম says : 0
prem to kisui na tarokader kacy
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন