বিনোদন ডেস্ক : গত বছর সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের সুরে প্রথমবারে মতো প্লেব্যাক করেছেন হৃদয় খান। ‘মিসড কল’ নামে একটি সিনেমার গানে কণ্ঠ দেন তিন। আবারো ইমনের সুরে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে যাচ্ছেন এই শিল্পী। জসিমউদ্দিনের পরিচালনাধীন দ্য আমেরিকান ড্রিম সিনেমায় গাইবেন তিনি। ইমন বলেন, হৃদয় আর আমার এটা দ্বিতীয় কাজ। ওকে নিয়ে কাজ করতে স্বচ্ছন্দবোধ করি। আমি কি চাই তা সহজেই বুঝতে পারে। এ অনুযায়ী কণ্ঠ দেয়। ফলে একটি সুন্দর গান সৃষ্টি হয়। ইতোমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, হায়রে হতভাগা ভালোবাসা শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল। বিরহধর্মী এ গানটিতে হৃদয় একাই কণ্ঠ দিয়েছেন। গত ৯ মার্চ সিনেমাটির শূটিং শুরু হয়েছে। এতে অভিনয় করছেন পপি, সাইমন ও সানজিদা তন্ময়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন