‘বিদায়’ সিরিয়ালের জন্য খ্যাত সারা খানের রোমান্স বা বিয়ে নিয়ে সংবাদ মাধ্যমে বরাবরই বড় বেশি মাতামাতি হয়েছে। আলি মার্চেন্টের সঙ্গে তার রোমান্স আর পরে বিয়ে নিয়ে খুব হই হুল্লোড় হয়েছিল। এরপর তাদের ছাড়াছাড়ি নিয়েও কম লেখালিখি হয়নি। পরস ছাবরার সঙ্গে তার প্রেমই বেশ প্রচার পেয়েছে ছাপা আর অনলাইন মাধ্যমে।
সর্বশেষ তিনি প্রেম করছিলেন ঋষভ ট্যান্ডনের সঙ্গে। এই সম্পর্কও বেশ গুরুত্বের সঙ্গে প্রচার পেয়েছে গসিপ কলামে। এখন গুঞ্জন চলছে তাদের ছাড়াছাড়ি এখন শুধু সময়ের ব্যাপার। কিন্তু কী কারণে তাদের এই মাঝে এই ভাঙন? জানা গেছে দূরে দূরে থাকাই এর কারণ। সারা থাকেন মুম্বাই আর ঋষভ দিল্লিতে। সারা অবশ্য তাদের ছাড়াছাড়ির গুজবটি অস্বীকার করেছেন। তিনি একে ভিত্তিহীন এবং অসত্য বলেছেন।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন