কদিন আগে গুজব রটেছিল, বিচ্ছেদ হয়ে গেছে রণবীর সিং এবং দীপিকা পাডুকন জুটির। এবার সব গুজব উড়িয়ে দিলেন তারা নিজেরাই। গত শুক্রবার গভীর রাতে ম্যাচিং পোশাক পরে তারা একসঙ্গে ডিনার করেছেন। মুম্বাইয়ের একটি রেস্তোঁরায় দুজনে দারুণ সময় কাটিয়েছেন। তারা পছন্দের খাবার খেয়েছেন। এমনকি ড্যান্স ফ্লোরও মাতিয়েছেন নেচে গেয়ে। এসময় কিছুক্ষণের জন্য তাদেরকে সঙ্গ দিয়েছেন দীপিকার প্রাক্তন প্রেমিক ক্রিকেটার যুবরাজ সিং। রেস্তোঁরা থেকে বের হয়ে রণবীর সিং দীপিকাকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। এরপর রণবীর তার এক বন্ধুর সঙ্গে রেস্তোঁরা ত্যাগ করেন। রণবীর এবং দীপিকা দুজনেই এখন ব্যস্ত আছেন তাদের পরবর্তী ছবি পদ্মাবতী নিয়ে। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত এই ছবিতে আরও আছেন শহীদ কাপুর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন