শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের নাটকে ইমন ও শখ জুটি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ঈদের একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আনিকা কবির শখ ও চিত্রনায়ক ইমন। ওসমান সজীবের গল্পে ‘তোমায় নিয়ে’ নাটকটি নির্মান করেছেন নাজমুল হক বাপ্পী। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। এটি প্রচার হবে এনটিভিতে। নাটকের গল্পে দেখা যাবে ফেসবুকের মাধ্যমে একটি ছেলে ও মেয়ের পরিচয় হয় নাটকীয়ভাবে। পর্যায়ক্রমে একটি ভালো সর্ম্পক এবং পরবর্তীতে বিভিন্ন দিকে মোড় নেয় দু’জনের সর্ম্পকে। নির্মাতা বলেন, নাটকটির মূল গল্প রোমান্টিক হলেও গতানুগতিক থেকে ভিন্ন। ‘তোমায় নিয়ে’ নাটকে দর্শকরা সৃষ্টিশীল র্নিমান শৈলী দেখতে পাবেন। গল্পের মূল বিষয়বস্তুকে আমি ভিন্ন প্যার্টানে এবং ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি। শখ, ইমনসহ সকল অভিনয়শিল্পী এবং সবার সহযোগিতা পেয়েছি। ইমন বলেন, স্ক্রিপটা খুবই সাধারণ কিন্তু অসাধারণ করে তোলা হয়েছে। বর্তমান জেনারেশনের প্রেমগুলো যেভাবে হয়, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। শখ বলেন, নাটকের গল্পটি আমার ভালো লেগেছে তাই অনেক ব্যস্ততার মধ্যে নাটকটিতে অভিনয় করেছি। ইমনের সঙ্গে অভিনয় করতে আমার বরাবরই ভালো লাগে। ইমন-শখ ছাড়া নাটকে আরো অভিনয় করেছেন আনন্দ খালেদ, গোলাম রাব্বানী মিন্টু, জাহের আলভি প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন