বিনোদন রিপোর্ট: সম্প্রতি একটি অনুষ্ঠানে শাকিল খানকে নিয়ে চিত্রনায়িকা পপির মন্তব্যে ক্ষুদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিল খান। পপি বলছিলেন, শাকিল আমার জন্য সঠিক মানুষ ছিলো না। আমি যতটুকু জানি শাকিলের অনেকগুলো প্রেম ছিলো, অনেকগুলো বিয়েও ছিলো। তাদের সঙ্গে সে কমফোর্টেবল ছিলো। অনেকের সঙ্গে তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এভাবে অনেকগুলো পর্ব গেছে! পপির এ বক্তব্যের রেশ ধরে শাকিল বলেন, এত বছর পর এ ধরনের কথা পপির কাছ থেকে দেশবাসী আশা করে না। আর আমার স¤পর্কে তো সবাই জানেন। আমার সঙ্গে যখন তার স¤পর্ক ছিল আমি তাকে ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে যোগাযোগ করিনি। সেটা পপি নিজেও জানেন। এখন আমি সংসার জীবনে ব্যস্ত। আর আমার ছেলে-মেয়ে বড় হয়েছে। ওরা বুঝতে শিখেছে। এখন কেন এই ধরণের কথা গণমাধ্যমের কাছে বলবে পপি?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন