বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। স্টুডেন্ট অব দ্য ইয়ার ও বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমায় তাদের জুটি দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। তবে তারা আপাতত আর একসঙ্গে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। বরুণ ধাওয়ান এখন আটটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, অন্যদিকে আলিয়া অভিনয় করেছেন নয়টি সিনেমায়। এর মধ্যে তিনটি সিনেমায় আলিয়া-বরুণ জুটি বেঁধে অভিনয় করেছেন। এজন্য তারা আপাতত আর একসঙ্গে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে বরুণ ধাওয়ান অভিনীত যোদ্ধা টু সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। বরুণের সঙ্গে এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু। অন্যদিকে আলিয়া ভাট মেঘনা গুলজার পরিচালিত রাজি সিনেমার শূটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তিনি একজন গুপ্তচরের ভ‚মিকায় অভিনয় করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন