কিংবদন্তী কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর কন্যা তনিমা হাদীর অভিষেক অ্যালবাম প্রকাশ হয় কিছুদিন আগে। আইয়ুব বাচ্চুর কথা-সুর-সংগীতে ‘এই কি জীবন’-এর গানগুলো তৈরি করা হয়েছিলো ২০০২ সালে। এবার এই শিল্পী এসেছেন সদ্য তৈরি করা নতুন গান-ভিডিও নিয়ে। ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে তার সিঙ্গল ‘মনের দোসর’। গানটি লিখেছেন ও সুর করেছেন আল আমিন, সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন।গ ত ২০ আগস্ট ‘মনের দোসর’ উন্মুক্ত করা হয়েছে বাংলা ঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নতুন গান নিয়ে তনিমা বলেন, ‘এটি এ সময়ের গান, খুব যত্ম নিয়ে তৈরি করা হয়েছে। গান শুনলে ও ভিডিও দেখলে সবাই বুঝতে পারবেন। আশা করছি, আমার অ্যালবামের মতো নতুন গানটিও শ্রোতারা সাদরে গ্রহণ করবেন।’ শিল্পী তনিমা জানান, বাংলা ঢোলের উদ্যোগে তার নতুন গানটির ভিডিও তৈরি করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন শিবলী নোমান ও সুস্মিতা সিনহা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন