চলচ্চিত্রে আমি অনিয়মিত হওয়ায় অনেকেই মন খারাপ করতেন। তাদের মধ্যে রাজ্জাক আংকেল ছিলেন অন্যতম। গত বছরের আগের বছর তার জন্মদিনে দেখা হয়েছিলো। আমরা তার বাসায় গিয়েছিলাম। কতো দুষ্টামি করেছিলাম। আমাকে দেখেই হাত বাড়িয়ে বললেন, আয় মা, কাছে এসে বোস। কতদিন পর তোকে দেখলাম। আমি বিশ্বাস করতে পারছি না, তিনি নেই। কথাগুলো বলছিলেন শাবনূর। আবেগাপ্লুত হয়ে শাবনূর বলেন, রাজ্জাক আংকেল ছিলেন আমার বাবার মতো। শুধু আমার নয়, চলচ্চিত্রের প্রতিটি মানুষ তাকে বাবার মতো শ্রদ্ধা করতেন। তার মৃত্যুর শোক কি কাটিয়ে উঠতে পারবো আমরা? এত স্মৃতি ভুলবো কেমন করে! তিনি বলেন, তার সঙ্গে কাজ করা মানেই দারুণ এক অভিজ্ঞতা। সময়ের প্রতি তিনি ছিলেন দারুণ শৃঙ্খলাবদ্ধ। তার কাছ থেকে প্রতিনিয়ত শিখেছি। আমি কিছুতেই মানতে পারছি না তিনি আর নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন