একশ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে অক্ষয় কুমারের টয়লেট এক প্রেম কথা। এখন পর্যন্ত শুধু ভারতেই এই ছবি ব্যবসা করেছে ১০০ কোটির বেশি রুপি। শ্রী নারায়ণ সিং পরিচালিত টয়লেট এক প্রেম কথা মুক্তি পায় গত ১১ আগস্ট। মুক্তির আগে ছবি পাইরেসির অভিযোগ পাওয়া যায়। এতে ভেঙ্গে পড়েছিলেন অক্ষয় এবং পুরো ছবির টিম। ভক্তদেরকে অনুরোধ করেছিলেন হলে গিয়ে ছবি দেখার জন্য। ভক্তরা অক্ষয়ের অনুরোধ রেখেছে। পাইরেসির কোনো প্রভাব ছবির ব্যবসায় পড়েনি। দর্শকের মন জয় করে নিয়েছে টয়লেট এক প্রেম কথা। সিনেমাটি অক্ষয়ের ক্যারিয়ারের অষ্টম ছবি যা শতকোটির মাইলফলক ছুঁয়েছে। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয়ে করেছেন ভ‚মি পেড়নেকর। বাড়িতে টয়লেট না থাকাকে কেন্দ্র করে এক নববধূর শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসার গল্প নিয়ে নির্মিত হয়েছে টয়লেট এক প্রেম কথা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন