ঢাকা থিয়েটার আয়োজিত নাট্যাচার্য সেলিম আল দীন উৎসবে গত ১৯ আগস্ট মীর মকসুদ-উস-সালেহীন-বজলুল করিম পদক-২০১৭ প্রদান করা হয়েছে বিশিষ্ট নাট্যাভিনেতা, নাট্যনির্দেশক, নাট্যকার, সংগীতশিল্পী, সুরকার, সাংস্কৃতিক সংগঠক, লোক নাট্যদলের অধিকর্তা, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীকে। এছাড়াও আগামী ২৪ আগস্ট ব্যতিক্রম নাট্যগোষ্ঠী কর্তৃক সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা প্রদান করা হবে এই নাট্যব্যক্তিত্বকে। লিয়াকত আলী লাকী বর্তমানে আন্তর্জাতিক থিয়েটার কংগ্রেসে অংশগ্রহণের জন্য মোনাকো আছেন। এই কংগ্রেসে বিশ্বের প্রায় ৮০টি দেশ অংশগ্রহণ করবে। লিয়াকত আলী লাকী ইন্টারন্যাশনাল এ্যামেচার থিয়েটার এসোসিয়েশনের এশিয়ান রিজিওনাল কমিটির সভাপতি এবং কেন্দ্রিয় চিলড্রেন এ্যান্ড ইয়ুথ স্টান্ডিং কমিটির সদস্য। তিনি এশিয়ান রিজিওনাল কমিটির সভায় সভাপতিত্ব করবেন এবং চিলড্রেন এ্যান্ড ইয়ুথ স্টান্ডিং কমিটির সভায় যোগদান করবেন। আইয়াটার এই কংগ্রেসের পাশাপাশি আয়োজন করা হয়েছে ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। এ উৎসবে ৩০টি দেশের ৩০টি নাটক মঞ্চস্থ হবে। আইয়াটার কংগ্রেস শেষে লিয়াকত আলী লাকী উজবেকিস্তানের সামারখান্দে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মিউজিক ফেস্টভ্যালে জুরি বোর্ডের সদস্য হিসেবে যোগদান করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন