শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আলাদা বিভাগ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে যোগ হচ্ছে বাংলাদেশ প্যানোরমা নামে নতুন বিভাগ। বাংলাদেশের চলচ্চিত্রের প্রচার-প্রসার ও আন্তর্জাতিক বাজার উন্নয়নের লক্ষ্যে উৎসব কমিটি নতুন এই বিভাগ সংযোজনের সিদ্ধান্ত নেন। এই বিভাগে বাংলাদেশের নির্মাতাদের নির্মিত বাছাইকৃত দশটি চলচ্চিত্র প্রতিযোগিতার সুযোগ পাবে। চলচ্চিত্রগুলোর দৈর্ঘ্য হবে সর্বনিম্ন সত্তর (৭০) মিনিট। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন- ফিপ্রেসি বাংলাদেশ প্যানোরমা বিভাগের সমালোচক পুরস্কার দেবেন। ফিপ্রেসির জুরি বোর্ড নির্বাচিত চলচ্চিত্রগুলো থেকে বেস্ট ফিল্ম ও বেস্ট ডিরেক্টর দুটি পুরস্কার প্রদান করবেন। ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমায় চলচ্চিত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর। ডিভিডি বা ওয়ানলাইন লিংকের মাধ্যমে চলচ্চিত্র জমা দেয়া যাবে। জমা দেওয়া চলচ্চিত্রের অবশ্যই সেন্সর সার্টিফিকেট থাকতে হবে। আগমী বছরের জানুয়ারির ১২ তারিখ শুরু হয়ে ২০ তারিখ পর্যন্ত চলবে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন