প্রতিবারের মতো এবারো ঈদে লাক্স নিয়ে এলো মন ছুঁয়ে যাওয়া ভালোবাসার গল্প। দেশের সেরা তারকাদের অভিনয়ে এবং সেরা নির্মাতাদের পরিচালনায় নির্মিত হয়েছে লাক্স ভালোবাসার সৌরভের গল্প। তারকাদের মধ্যে থাকছে পূর্ণিমা, মিথিলা, মেহজাবিন, মারিয়া নূর, সাফা কবির এবং তিশা। উল্লেখ্য, দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে লাক্সের এই ঈদ আয়োজন প্রতিবারই দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। এবারের প্রতিটি ভালোবাসার নাটক ভিন্ন মাত্রায় দেখানো হবে, যা বরাবরের মতো দর্শকদের আকর্ষণ করবে। লাক্স ভালবাসার সৌরভের গল্প পরিচালনায় থাকছেন সাত নির্মাতা। তারা হলেন শিহাব শাহিন, রেদওয়ান রনি, সাফায়াত মনসুর রানা, মাবরুর রশিদ বান্না, ইমরাউল রাফাত, তানিয়া আহমেদ এবং তৌকীর আহমেদ। লাক্স ভালবাসার সৌরভের গল্প প্রচার হবে ঈদের সাত দিন রাত ১০টায় আরটিভির পর্দায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন