জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে ঈদে বিটিভি আয়োজন করেছে একক সঙ্গীতানুষ্ঠান। বিটিভির মহাপরিচালক এস.এম.হারুন অর রশীদের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে সাবিনা ইয়াসমিনের গাওয়া দশটি গান নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চিরদিনের সাবিনা’। বিটিভির অনুষ্ঠান বিভাগের উপ-মহাপরিচালক সুরথ কুমার সরকার জানান, কোরবানীর ঈদের পরদিন সন্ধ্যা সাতটায় ‘চিরদিনের সাবিনা’ প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নূর আনোয়ার রনজু। গত ২০ আগস্ট বিকেলে সাবিনা ইয়াসমিন অনুষ্ঠানটির রেকর্ডিং-এ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই সাবিনা ইয়াসমিন নজরুল ইসলাম বাবুর লেখা অজিৎ রায়ের সুরে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি পরিবেশন করবেন। এরপর একে একে তিনি ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘ও রে ও পরদেশী’, ‘প্রেম যেন মোর গোধুলী বেলা’, ‘একটুস খানি দেখো’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা’, ‘গীতিময় সেইদিন চিরদিন’ এবং ‘ও আমার রসিয়া বন্ধুরে’ গানগুলো পরিবেশন করবেন। ‘চিরদিনের সাবিনা’ সঙ্গীতানুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় ঔপন্যাসিক ইমদাদুল ইক মিলন। সাবিনা ইয়াসমিন বলেন, ‘গত বছর রোজার ঈদে বিটিভিতে সঙ্গীত পরিবেশন করেছিলাম। একবছর পর আবারো বিটিভি আয়োজিত অনুষ্ঠানে গাইলাম। অনুষ্ঠানের সার্বিক আয়োজন বেশ ভালো ছিলো।’ উল্লেখ্য, এখন পর্যন্ত সাবিনা ইয়াসমিন ১৬ হাজারের মতো গান রেকর্ড করেছেন। ১৯৭১ সালে নঈম গহরের লেখা ও আজাদ রহমানের সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ গানটি মুক্তিযোদ্ধাদের অসীম প্রেরণা জুগিয়েছিলো। ২০১৬ সালের ৪ মে অসুস্থ শিল্পীদের সাহায্যার্থে প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান ‘রেশ’ ফাউন্ডশনের সভাপতি হন সাবিনা ইয়াসমিন। তিনি ১৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১১ বার বাচসাস পুরস্কার এবং ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। ২০১২ সালে তাকে ‘বাংলা একাডেমী’ সম্মানসূচক ফেলোশীপ প্রদান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন