মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

তুর্কি সীমান্তে কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেয়া হবে না : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

তুরস্ক তার দক্ষিণ সীমান্তে কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। উত্তর সিরিয়াতে ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) এবং পিপলস প্রোটেকশন ইউনিটের (ওয়াইপিজি) কুর্দি প্রতিষ্ঠার চেষ্টায় মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদে প্রতিবেশি রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠকে এরদোগান এই হুঁশিয়ারি দেন। এরদোগান বলেন, আমরা উত্তর সিরিয়াতে তথাকথিত কুর্দি রাষ্ট্র গঠনে পিওয়াইডি এবং ওয়াইপিজিকে অনুমতি দিতে পারি না এবং তা কখনো দেয়া হবে না। তিনি বলেন, কুর্দি রাষ্ট্র শব্দটির ব্যবহার আমার কুর্দি ভাইদেরকে অপমানিত করে। তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, আমি বিশ্বাস করি যে, উত্তর সিরিয়া এবং দক্ষিণ তুরস্কে এই ধরনের রাষ্ট্র গঠনকে আমার কুর্দি ভাইরা কখনো সমর্থন করবে না। আমরা একটি ঐক্যবদ্ধ কাঠামোর মধ্যে দেশের ভিতরে আমারা এক জাতি। আমরা ৮০ মিলিয়ন মানুষের একটি জাতি। আমাদের এক পতাকা, এক দেশ এবং একটি রাষ্ট্র। আমাদের ৭৮০,০০০ বর্গ কিলোমিটারের একটি দেশ। যারা এই জাতিকে পৃথক করতে চায় আমরা তাদেরকে কবরে পাঠিয়ে দেব। তিনি উল্লেখ করেন যে, আইএস সন্ত্রাসীদের বিতাড়িত করতে উত্তর সিরিয়ার ২,০০০ বর্গ কিলোমিটার পর্যন্ত এলাকা ইরাকি শিল্ড অপারেশনের অধীনে তুর্কি নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। হুরিয়াত ডেইলি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Ahmad Anam ২৫ আগস্ট, ২০১৭, ৩:৫০ পিএম says : 0
এগিয়ে যান।
Total Reply(0)
hayder ২৭ আগস্ট, ২০১৭, ১২:৫০ পিএম says : 0
go ahaed.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন