আনন্দ এল রায়ের পরবর্তী ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। সর্বশেষ ফ্যান চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল তাকে। শাহরুখের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, অনেকেই জানে, ছবিতে শাহরুখ খান একজন বামনের চরিত্রে অভিনয় করবেন। কিন্তু ছবির সংশ্লিষ্ট লোক ও কলাকুশলীরা ছাড়া এটা অনেকেই জানে না যে বামনের পাশাপাশি দ্বৈত চরিত্রেও অভিনয় করবেন শাহরুখ। দ্বৈত চরিত্রের একটি হবে বামন চরিত্র, অন্যটি হবে স্বাভাবিক চরিত্র। নাচ-গানে ভরপুর ছবিটিতে এ তারকাকে মনোমুগ্ধকর, রোমান্টিকরূপেই দেখতে পাবেন দর্শক। তবে দ্বৈত চরিত্রের একটি অন্যটির থেকে আলাদা হবে। ছবিটিতে স্বাভাবিক শাহরুখ খানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে আনুশকা শর্মাকে, অন্যদিকে বামন শাহরুখ খানের সঙ্গে রোমান্স করবেন ক্যাটরিনা কাইফ। ছবিটি কোনো পরীক্ষামূলক চলচ্চিত্র নয় বরং এটি বন্ধুত্ব ও ভালোবাসার একটি গল্প। ছবিটিকে নিয়ে শাহরুখ খান পাঁচ মিনিটের একটি ভিডিও ক্লিপ তৈরি করেছেন। সেটাই তিনি দেখিয়েছেন তার বি টাউনের কাছের বন্ধুদের এবং সবাই শাহরুখের দ্বৈত চরিত্রে অভিনয়ের কথা জেনে গেছেন। উল্লেখ্য, এর আগে করণ-অর্জুন, ডন, ডুপ্লিকেট, রা ওয়ান, ওম শান্তি ওম ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন