ঈদে নতুন একক গান ‘খেয়াল’ নিয়ে আসছেন তরুণ কন্ঠশিল্পী মিনার রহমান। বরাবরের মতো তার ভক্তদের কথা মাথায় রেখে গানটি তৈরি করেছেন। ঈদের আগে গানটি প্রকাশ পাবে বলে জানা যায়। গানটি প্রকাশ পাচ্ছে অডিও প্রতিষ্ঠান সিডি প্লাসের ব্যনারে। ঈদের গান প্রসঙ্গে মিনার বলেন, আমি গানের কথা এবং সুরকে খুব প্রাধান্য দিয়ে থাকি। অনেক বাছাই করে গান করি। এই গানটাও অনেক যত্ম নিয়ে করেছি। আমার মনের মতো করে সুর হয়েছে। এখন প্রকাশ পেলে রেসপন্সটা জানতে পারবো। শ্রোতারা যারা শুনবেন, আশা করি ভালো লাগবে সবার। জেকে মজলিশের সুর সঙ্গীতে গানটি লিখেছেন সজীব শাহরিয়ার। গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ পাবে আগামী সপ্তাহে। লিরিক্যাল ভিডিওটি তৈরি করেছেন আল আমিন আহমেদ দুর্জয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন