বিনোদন রিপোর্ট: চিত্রনায়িকা তমা মির্জাও মাঝে মধ্যে নাটকে অভিনয় করেন। তবে খুব বেছে বেছে। এবারের ঈদে তেমনই একটি ভিন্ন ধারার নাটকে কাজ করলেন। তমা জানান, এবারই প্রথম তিনি ওয়েব সিরিজে অভিনয় করলেন। যেটি টিভির বদলে শুধু ইউটিউব কিংবা অনলাইনের বিভিন্ন মাধ্যমে প্রচায় হবে। সিএমভি’র প্রযোজনায় মোশন রকের কারিগরি সহায়তায় নির্মিত এই নাটকের নাম ‘দ্য লিস্ট’। বি প্রীতমের নির্দেশনায় সাত পর্বের এই ওয়েব সিরিজটিতে তমা মির্জা ছাড়াও অভিনয় করেছেন এই প্রজন্মের দুই অভিনেতা তৌসিফ এবং তামিম মৃধা। তমা মির্জা বলেন, ‘এটা আমার প্রথম ওয়েব সিরিজ। তাই কাজটি নিয়ে আমার বাড়তি মনযোগ ছিল। কারণ, এস সিরিজ এখন সারা বিশ্বেই খুব জনপ্রিয় বলে জেনেছি। আর এতে আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি, ভালো কিছু হবে।’ নির্মাতা আর বি প্রীতম জানান, ‘দ্য লিস্ট’ ধারাবাহিকভাবে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার হবে ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ৭টায়। আর এটি একই সময়ে দেখা যাবে ভিডিও সাইট বাংলাফ্লিক্স-এ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন