আবারও ফোর্বস ম্যাগাজিন তালিকায় বলিউড অভিনেতাদের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। তবে এবার এই তালিকায় সালমান খানকে পেছনে ফেলেছেন শাহরুখ খান। ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সেরা ধনীদের এবছরের তালিকাটি প্রকাশ করেছে। তালিকায় দেখা যাচ্ছে, অভিনেতাদের মধ্যে ধনীদের তালিকায় সেরা দশে অবস্থান করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, সালমান খান ও অক্ষয় কুমার। শাহরুখের অবস্থান অষ্টম, সালমান নবম এবং অক্ষয় দশম। ফোর্বসের হিসেব অনুসারে রইস তারকা শাহরুখ আয় করেছেন ৩৮ মিলিয়ন ডলার। টিউবলাইট দিয়ে সালমানের আয় ৩৭ মিলিয়ন এবং রুস্তম তারকা অক্ষয় কুমারের আয়ের পরিমাণ ৩৫.৫ মিলিয়ন ডলার। তালিকায় সবার উপরে আছেন অভিনেতা মার্ক ওয়ালবার্ক। তার আয় ৬৮ মিলিয়ন ডলার। দ্য রক খ্যাত জনসন আছেন দ্বিতীয় অবস্থানে। তার আয় ৬৫ মিলিয়ন। ভিন ডিজেলের আয় ৫৪ মিলিয়ন ডলার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন