এশিয়ান টিভিতে ঈদের প্রথম দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত তারকা শিল্পীদের নিয়ে ঈদের বিশেষ রান্নার অনুষ্ঠান সেলিব্রেটি কুক প্রচার হবে দুপুর ২.০৫ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা। পাঁচ তারকা হোটেলের স্বনামধন্য শেফ এর সঙ্গে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা, মেহজাবিন, কন্ঠশিল্পী আঁখি আলমগীর, কণা, কর্ণিয়া, অভিনেত্রী আইরিন ও হিরা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানভীর তন্ময়। অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিয়ে পূর্ণিমা বলেন, ব্যস্ততার কারণে অনেক প্রিয় রান্না করতে চাইলেও অনেক সময় করতে পারি না। এই অনুষ্ঠানে এসে একটি প্রিয় রান্না করতে পারলাম এজন্য এশিয়ান টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আঁখি আলমগীর বলেন, স্টেজ শো এবং দেশের বাইরে থাকার কারণে রান্না খুব একটা করা হয় না। তবে পছন্দের রান্না করতে আর খেতে অনেক ভালো লাগে। এ অনুষ্ঠানে পছন্দের রান্না করতে পেরেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন