শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কন্যা সন্তানের মা হলেন রিচি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কন্যা সন্তানের মা হলেন আমেরিকা প্রবাসী অভিনেত্রী রিচি সোলায়মান। গত ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে প্রেসবেটিরিয়ান হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে রিচির কন্যা সন্তান জন্মগ্রহণ করে। মেয়ের নাম রাখা হয়েছে ইলমা রায়া মালিক। রিচির স্বামী রাশেক মালিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ খবর জানিয়েছেন। তিনি আরও জানান, মা আর নবজাতক সুস্থ আছেন। রিচি এখন যুক্তরাষ্ট্রে তার স্বামীর কাছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় এই অভিনেত্রী। এর আগে ২০১০ সালের ১ অক্টোবর প্রথম সন্তানের বাবা-মা হন তারা। ছেলের নাম রাইয়ান। রিচি বিয়ে করেন ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি। রিচির স্বামী রাশেদ নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন