ডাক্তার আর সেলিব্রেটিদের অংশগ্রহনে এটিএন বাংলার ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ডাক্তার বনাম সেলিব্রেটি’। ডা. সোহেলী আহমেদ সুইটি অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার পাশাপাশি চিত্রনায়ক নিরব এর সাথে উপস্থাপনাও করেছেন। অনুষ্ঠানটি সাজানো হয়েছে নাচ, গান, আড্ডা আর গেইম শো দিয়ে। আমি একদিন তোমায় না দেখিলে গানে অংশগ্রহণ করেছেন ডা. এম এইচ মিল্লাত ও তার সহ ধর্মিনী শারিতা মিল্লাত। চিত্রনায়িকা নুসরতা ফারিয়া নেচেছেন ইয়ারা মেহেরবান গানের সাথে। ঝুমু খান ও শাহেদ শরিফ খান গেয়েছেন অনেক সাধনার পরে গানটি। ডা. সুইটি ও নিরবের অংশগ্রহণে রয়েছে ও আমার বন্ধু গো গানটি। এছাড়া মডেল রিন্তির নাচ ছাড়াও রয়েছে ডা. নুজহাত চৌধুরী, শামীম, এসডি রুবেল ও মডেল রিন্তির অংশগ্রহণে আড্ডা। আরো আছে গেইম শো। অনুষ্ঠানটি ঈদের সপ্তমদিন, সকাল ৯.৩০টায় প্রচার হবে এটিএন বাংলায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন