শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের ম্যাগাজিন ডাক্তার বনাম সেলিব্রেটি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ডাক্তার আর সেলিব্রেটিদের অংশগ্রহনে এটিএন বাংলার ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ডাক্তার বনাম সেলিব্রেটি’। ডা. সোহেলী আহমেদ সুইটি অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার পাশাপাশি চিত্রনায়ক নিরব এর সাথে উপস্থাপনাও করেছেন। অনুষ্ঠানটি সাজানো হয়েছে নাচ, গান, আড্ডা আর গেইম শো দিয়ে। আমি একদিন তোমায় না দেখিলে গানে অংশগ্রহণ করেছেন ডা. এম এইচ মিল্লাত ও তার সহ ধর্মিনী শারিতা মিল্লাত। চিত্রনায়িকা নুসরতা ফারিয়া নেচেছেন ইয়ারা মেহেরবান গানের সাথে। ঝুমু খান ও শাহেদ শরিফ খান গেয়েছেন অনেক সাধনার পরে গানটি। ডা. সুইটি ও নিরবের অংশগ্রহণে রয়েছে ও আমার বন্ধু গো গানটি। এছাড়া মডেল রিন্তির নাচ ছাড়াও রয়েছে ডা. নুজহাত চৌধুরী, শামীম, এসডি রুবেল ও মডেল রিন্তির অংশগ্রহণে আড্ডা। আরো আছে গেইম শো। অনুষ্ঠানটি ঈদের সপ্তমদিন, সকাল ৯.৩০টায় প্রচার হবে এটিএন বাংলায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন