টেইলর সুইফটের গাওয়া নতুন অ্যালবামের নাম রেপুটেশন। প্রায় তিন বছর আড়ালে থাকলেও এবার নতুন নতুন গান নিয়ে হাজির হলেন। এটা হবে তার ষষ্ঠ একক অ্যালবাম। এই অ্যালবামের একটি গান লুক হোয়াট ইউ মেড মি ডু। ধারণা করা যাচ্ছে, গানের প্রতিটি কথা যেন নিন্দুককে উদ্দেশ্য করে লেখা। এবার টেইলর কান্ট্রি ঘরানা থেকে বের হয়ে নতুন ধরনের গান করেছেন। গানটির একটি লাইনে বলা হয়েছে, পুরোনো টেইলরের সঙ্গে কথা বলতে চাও? তাকে আর পাবে না, সে মরে গেছে। গানটির এমন কথায় শ্রোতামহলে অলোচিত হয়ে উঠেছেন টেইলর সুইফট। গানটি আগে আসলেও রেপুটেশন অ্যালবামটি ১০ নভেম্বর মুক্তি পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন