শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জ্যাকুলিনের অভিনয় নিয়ে সমালোচনা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বলিউডে প্রবেশের পর থেকে একই ধাঁচের চরিত্রে অভিনয় করে আসছেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। শুধু মাত্র গ্ল্যামার গার্ল চরিত্র পছন্দ করার কারণে তার অভিনয় নিয়েও প্রশ্ন তোলা শুরু করেছেন সমালোচকরা। এই বিষয়টি একেবারেই পছন্দ করছেন না জ্যাকুলিন। ৩২ বছর বয়সী জ্যাকুলিনের মতে, এটা আমার ক্যারিয়ার এবং আমি কোন ছবি নির্বাচন করব সে ব্যাপারে অন্য কারও আঙ্গুল তোলা আমি একেবারেই পছন্দ করি না। জ্যাকুলিন প্রশ্ন তুলে বলেন, লোকে বলছে, আপনি গ্ল্যামারাস নায়িকা তাই এবার আর্ট ফিল্ম করা উচিত আপনার, আর তাতেই আমি রাজি হয়ে যাব? আমি কখনোই তা করব না। জ্যাকুলিনের মতে অন্যের কথায় নয় নিজের ভালো লাগার কারণে কাজ করা উচিত। অভিনয় শিল্পী হিসেবে তার পছন্দ নিয়ে অন্যের বিচার করা উচিত নয়। তিনি শুধু সেটাই করেন যেটা তার ভালো লাগে। গত ২৫ আগস্ট মুক্তি পেয়েছে জ্যাকুলিনের জেন্টলম্যান ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই সমালোচিত হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন