স¤প্রতি মাই সাউন্ড-এর ব্যানারে নির্মিত হলো কলকাতার আকাশ সেন ও সোহেলী’র মিউজিক ভিডিও ‘ছুঁয়েছো এ মন’। জনি হাসানের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মেহেদী ও কাজল। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা। মিউজিক ভিডিও সম্পর্কে সামছুল বলেন, খুব রোমান্টিক একটি গান ‘ছুঁয়েছো এ মন’। সিনেমাটিক স্টাইলে নির্মাণ করেছি ভিডিওটি। আমার বিশ্বাস, ভিডিওটিও সবার ভালো লাগবে। খুব শিগগিরই মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে মিউজিক ভিডিওটি। পাশাপাশি দেখা যাবে অন্যান্য প্লাটফর্মে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন