বাংলাদেশ প্রিমিয়ার লিগ উপস্থাপনা করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন আমব্রিন। সম্প্রতি আমব্রিন প্রেম করছেন বলে গুঞ্জণ উঠে। তবে তিনি তা অস্বীকার করেননি। সরাসরি বলেছেন, আমি প্রেম করছি। প্রেমিকের সঙ্গে একটি ছবিও তিনি ফেসবুকে আপলোড করেছেন। আমব্রিন এখন কানাডায় আছেন। সেখান থেকে তিনি বলেন, মনের মানুষকে হারাতে চাই না। অনেক কষ্টে তাকে পেয়েছি। ওর নাম তৌসিফ আহসান চৌধুরী। কানাডার টরেন্টোর একটি কো¤পানিতে চাকরি করছে। আমার সঙ্গে ছয় মাস আগে পরিচয়। বাংলাদেশ থেকে ফোনের মাধ্যমে ওর সঙ্গে কথা হতো। পুরোনো প্রেমিক-প্রেমিকার মতো আমরা প্রেম করছি। আমি আমার ভাইয়ের সঙ্গে কানাডার উইনিপেগে থাকি আর তৌসিফ টরেন্টোতে থাকে। আমাদের দেখাও হয়েছে মাত্র একবার। বিয়ে কবে করবেন জানতে চাইলে আমব্রিন বলেন, বিয়ে তো আল্লাহর ইচ্ছেই হয়। প্রেম যেহেতু করছি বিয়ে করারও ইচ্ছে আছে। তবে কবে বিয়ে করব এ বিষয়ে সিদ্ধান্ত আমরা এখনো নেইনি। তৌসিফ অনেক ভালো মনের মানুষ, সৎ। আমার প্রতি অনেক যত্মশীল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সেপ্টেম্বরের শুরুতে আমি দেশে ফিরব। উল্লেখ্য, আমব্রিন এক সময় মডেলিং ও অভিনয় করতেন। এখন উপস্থাপনা নিয়েই তার বেশি ব্যস্ততা। দেশ-বিদেশের ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া ছাড়াও অনেক শোবিজ তারকার সাক্ষাৎকার নিয়েছেন আমব্রিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন