জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের নতুন দুটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। প্রথম গানটি হচ্ছে সাদা আর লাল। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর-সঙ্গীত পরিচালনা করেছেন অটামনাল মুন। ভিডিওতে নতুন লুকে দর্শকদের সামনে হাজির হয়েছেন আসিফ। ভিডিওতে সত্তর দশকের নায়কের মতো গেটআপ নিয়ে হাজির হয়েছেন আসিফ। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা পপি। গানটিকে ২০১৭ সালের সেলিব্রেশন সং বলা হচ্ছে। দ্বিতীয় গানটির শিরোনাম যত ভালোবাসি। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েস খ্যাত কর্নিয়া। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত নাসির। গানে আসিফ-কর্নিয়াকে অনেকটা নায়ক-নায়িকার ভ‚মিকায় দেখা গেছে। গানটি লিখেছেন মেহেদী হাসান, সুর করেছেন নাজির মাহমুদ আর সঙ্গীতে ছিলেন মুশফিক লিটু। ঈদ-উল-আযহাকে সামনে রেখে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে। মিউজিক ভিডিওতে এতদিন আসিফের আগ্রহ দেখা না গেলেও স¤প্রতি বেশ কিছু ভিডিওতে দেখা গেছে তাকে। ফিল্মি ঘরানার তার আগুন গানটি অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। এরপর থেকেই একের পর এক নতুন মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে তাকে। আসিফ বলেন, শ্রোতাদের ভালোবাসায় আজ আমি আসিফ আকবর। আমার গান যারা পছন্দ করেন তাদের কখনো মিউজিক ভিডিওর মাধ্যমে গান শোনাতে হয়নি। মিউজিক ভিডিও সময়ের একটা দাবি। আর এই ভিডিও দুটোর মাধ্যমে দর্শকের একটু চমক দেয়ার চেষ্টা করলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন