ঈদের একটি বিজ্ঞাপনে মডেল হলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তাদের দুজনকে ঈদ নিয়ে তৈরি একটি নতুন বিজ্ঞাপনে দেখা যাবে। একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য করা এই বিজ্ঞাপনে দেখা যাবে, সালমান একটি বাংলোর বারান্দায় দাঁড়িয়ে ক্যাটরিনার দিকে কাগজের তৈরি প্লেন ছুঁড়ে দিচ্ছেন। ক্যাটরিনা প্লেনের কাগজের ভাজ খুলতেই ভেসে উঠে ঈদ মোবারক লেখাটি। ঈদ সব সময়ই সালমানের কাছে একটি বিশেষ দিন। যদিও এবার ঈদ উল ফিতরে সালমানের মুক্তিপ্রাপ্ত ছবি টিউবলাইট তেমন ব্যবসা করতে পারেনি। তবে সালমান তার পরবর্তী ছবি টাইগার জিন্দা হ্যায় নিয়ে বেশ আশাবাদী। কারণ প্রায় ৫ বছর পর আবারও সালমানের সঙ্গে এই ছবিতে থাকছেন ক্যাটরিনা কাইফ। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে এ বছর বড়দিনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন