ঈদের তিন দিন দিপ্ত টিভিতে আসছে রিন পাওয়ার ব্রাইট নিবেদিত গল্পগুলো গরুর। যেখানে প্রতিটি নাটকের গল্পই কোরবানির গরু-ছাগলকে কেন্দ্র করে। রিন পাওয়ার ব্রাইট নিবেদিত গল্প গুলো গরুর নাটক তিনটিতে অভিনয় করেছেন দেশের তিন জন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম। ঈদের প্রথম দিন দেখা যাবে জাহিদ হাসান অভিনীত নাটক বø্যাক বেঙ্গল-দ্যা সেলফি হিরো। এই নাটকে আছেন নাইকা লাক্স সুপার স্টার টয়া। ঈদের ২য় দিন প্রচার হবে চঞ্চল চৌধুরী অভিনীত নাটক কাজলরেখার কোরবানি। নাটকটিতে চঞ্চল চৌধুরীর সাথে অভিনয় করেছেন পূর্ণিমা। ঈদের ৩য় দিন প্রচার হবে মোশাররফ করিম অভিনীত নাটক ঢাকাইয়া কোরবানি। মোশারফ করিমের সাথে তার স্ত্রী জুঁই এই নাটকে অভিনয় করেছেন। রিন ব্রাইট নিবেদিত গল্পগুলো গরুর নাটক তিনটি প্রচার হবে ঈদের তিন দিন, রাত ৮টা ৩০ মিনিটে, দিপ্ত টিভিতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন