আশি দশকে কুমার বিশ্বজিতের গাওয়া জনপ্রিয় গান ‘তুমি রোজ বিকেলে’ মিউজিক ভিডিওর মাধ্যমে নতুন করে নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে গানটি চতুর্থবারের মতো তৈরি হচ্ছে। কুমার বিশ্বজিৎ জানান, ভিডিওটি তৈরি হচ্ছে হালের দর্শকদের কথা মাথায় রেখে। গানটির কথা লিখেছিলেন মাহফুজুর রহমান মাহফুজ ও সুর-সংগীতায়োজন করেছিলেন শেখ সাদী খান। গানটি প্রকাশিত হয়েছিলে মেঘের পালকি অ্যালবামে। এছাড়া ব্যবহৃত হয় কুমার বিশ্বজিৎ অভিনীত একটি বিজ্ঞাপনে। কুমার বিশ্বজিৎ বলেন, নির্মাতা শাহরিয়ার পলক অনেকদিন ধরেই বলছিলেন গানটির মিউজিক ভিডিও তৈরি করতে চান। শেষ পর্যন্ত রাজি হতে হলো। এ ক্ষেত্রে নতুনভাবে ক¤েপাজিশনও করা হচ্ছে। কম্পোজিশন করছেন প্রীতম হাসান। সব মিলিয়ে কাজটি উপভোগ্য হবে বলেই মনে হচ্ছে। ঈদুল আজহার পর মিউজিক ভিডিওটি প্রকাশ হবে। এছাড়া ঈদ উপলক্ষে এ গায়কের তারার দেশে ও জোছনার বরষণে নামে মিউজিক ভিডিও উন্মুক্ত হবে যথাক্রমে বাংলা ঢোল ও ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। উল্লেখ্য, তুমি রোজ বিকেলে প্রথম তৈরি হয়েছিল বাংলাদেশ বেতারের জন্য। সেই কসে্পজিশন বদল করে অ্যালবামে অন্তর্ভুক্ত করা হয়। গানটি সর্বশেষ গত ঈদুল ফিতরে আনন্দমেলার জন্য ডিজে ভার্সন তৈরি করেন ডিজে রাহাত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন