বিনোদন ডেস্ক: স¤প্রতি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন শাহরুখ খান আর সঞ্জয় লীলা বনসালি। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে চলছে কানাঘুষা। অনেকেই ধারণা করছেন অনেক বছর পর আবারও সঞ্জয় লীলা বানসালির ছবিতে দেখা যাবে শাহরুখকে। সঞ্জয় লীলা বানসালির মাত্র একটি ছবি দেবদাসে অভিনয় করেন শাহরুখ খান। ছবিটি ব্যাপক সাফল্য পায়। এরপর আর একসঙ্গে তাদের ছবি করা হয়নি। একটি সূত্র জানিয়েছে, সঞ্জয় লীলার পরবর্তী ছবি হবে সাহির লুধিয়ানভির জীবন নিয়ে। এই ছবিতে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতেই শাহরুখকে অভিনয়ের জন্য রাজি করাচ্ছেন বনসালি। শাহরুখ যদি রাজি হন তাহলে প্রিয়াংকা চোপড়ার সঙ্গে আবার কাজ করবেন তিনি। এর আগে প্রিয়াংকার সঙ্গে প্রেমের গুজব ছড়িয়ে পড়ায় এবং গৌরি খানের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তাদেরকে আর এক ছবিতে কাজ করতে দেখা যায়নি এতদিন। শাহরুখের হাতে এখন আছে আনন্দ এল রাইয়ের একটি ছবি। এই ছবিতে শাহরুখ বামনের ভ‚মিকায় অভিনয় করছেন। ছবিতে শাহরুখের বিপরীতে আছেন আনুশকা শর্মা। ছবিটি ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন