শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ধারাবাহিক নাটক অ্যাবনরমাল

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এনটিভিতে ঈদের দিন সন্ধ্যা ৬.৫০ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘অ্যাবনরমাল’র প্রথম পর্ব। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী, মিশু সাব্বির, ডা: এজাজ, শামীমা নাজনীন, সিফাত শাহ্রিন, আল আমিন সবুজ, শহীদ উন নবী, মিষ্টি মারিয়া, মুনিয়া ইসলাম, তন্দ্রা, রিমি করিম, শফিক মুক্তা প্রমূখ। ‘তোফা সবকিছুতেই তার বউকে সন্দেহ করে। বউ এ্যানী এটা কিছুতেই মেনে নিতে পারছে না। প্রতিনিয়ত সব কাজের ব্যাখ্যা দিতে দিতে সে ক্লান্ত। সত্য কথা বললেও সেটা মানতে পারছে না তোফা। একসময় এ্যানী তাকে অ্যাব-নরমাল বলে তিরস্কার করলে তোফা চুপ হয়ে যায়। তোফার সন্দেহ হয়, আসলেই সে অ্যাবনরমাল হয়ে যাচ্ছে কিনা! তার পরিচিত মানুষগুলো কি ভালো আছে?’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন