শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিশেষ নাটক রোমিও জুলিয়েট

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এটিএন বাংলায় আজ রাত ৮.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘রোমিও জুলিয়েট’। শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও পরিচালনায় রয়েছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আফরান নিশো, নুসরাত ইমরোজ তিশা, আশরাফুল আশিস, হারুন অর রশিদ, কাজী রাজেশ প্রমুখ। পুরান ঢাকায় দুই পরিবারের মধ্যে পুরনো রেষারেষি। এক পরিবারের পারিবারিক ব্যবসা তেহারির। আরেক পরিবারের কাচ্চির। দুটো দোকানই সারা ঢাকায় বিখ্যাত। কয়েক পুরুষ ধরে তারা এই ব্যবসা করে আসছে। ব্যবসা যতো পুরনো, শত্র“তাও ততোটাই। এক পরিবারের ছেলেদের হাতে অন্য পরিবারের ছেলেদের মার খেয়ে আসা এবং তার জেরে দলবেঁধে অন্য পক্ষকে মেরে আসাও নিয়মিত ঘটনা। নতুন করে গোল বাঁধে যখন দ্বিতীয় পরিবারটির বিশ্ববিদ্যালয় পাশ ছোট মেয়ে জুলি বাড়ি ফিরে ঠিক করে তাদের তেহারির দোকানটা নতুন করে ঢেলে সাজাবে। উদ্বোধনের দিন মাইক বাজানোকে কেন্দ্র করে পুরনো পরিবারের ছোট ছেলে রোমির নেতৃত্বে একদল গুন্ডা হাজির হয় নতুন রেস্টুরেন্ট ভাঙচুর করতে। জুলি এগিয়ে আসে বাধা দিতে। মুখোমুখি হয় রোমি-জুলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন