আজ চ্যানেল আইতে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘হৃদ মাজারে রাখবো’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, ইরফান সাজ্জাদ, নাদিয়া আহমেদ প্রমুখ। আকাশ ও নিতা নতুন বাসায় উঠেছে। পুরোনো বাসাটা নিয়ে এমন যে কোন সমস্যা ছিলো তা নয়। আবার ছিলোও বলা যায়। এক ধরনের মানসিক সমস্যা দুজনেরই হচ্ছিলো। তাদের একমাত্র মেয়ে বুবলী ঐ বাসার ছাদ থেকে পড়ে মারা গিয়েছিলো। নতুন বাসায় নতুন ভাবে জীবন শুরু করে আকাশ-নিতা। কিন্তু দিন যে খুব ভালো যায় তা নয়। মেয়ের মৃত্যুর পর যে দূরত্বটা দুজনের মাঝে তৈরী হয়েছিলো সেটা রয়েই যায়। নিতা অনুভব করে মুখে না বললেও আকাশ মেয়ের মৃত্যুর জন্য কোথাও গিয়ে দায়ী করে তাকেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন