এনটিভিতে আজ রাত ৮.০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘প্রেম’। সৈয়দ মনজুরুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। অভিনয়ে সোহানা সাবা, এফ এস নাঈম, তৌসিফ মাহবুব, আশিক চৌধুরী প্রমুখ। ‘গল্পে রূপা নামের একটি মেয়ের বিভিন্ন সময়ের প্রেমকে দেখানো হয়েছে। প্রেম আসলে কি? সব প্রেম কি পায় পূর্ণতা? কেন লোকে প্রেমে পড়ে? এ রকম প্রশ্ন খুঁজে বেড়ায় রূপা একাধারে, আজাদ, মুক্তাদির ও জাহিদের সাথে তার ভালোলাগার কথপোকথনের ভেতর দিয়ে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন