বিনোদন ডেস্ক : আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে লালবাগ কেল্লার অভ্যন্তরে ধারণ করা ‘ইত্যাদি’র একটি নিয়মিত পর্ব। কয়েক হাজার দর্শক নিয়ে ২০০৯ সালের জানুয়ারি মাসে পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত অসম্পূর্ণ মোঘল প্রাসাদ দুর্গ লালবাগ কেল্লায় অনুষ্ঠানটি ধারণ করা হয়। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এবারের অনুষ্ঠানের বিভিন্ন প্রতিবেদন ধারণ করতে ‘ইত্যাদি’র টিম গিয়েছিল টেকনাফ, তেঁতুলিয়া, রাজশাহী, নওগাঁ, নোয়াখালীসহ অনেক স্থানে। বৃক্ষপ্রেমী ১০৬ বছরের বৃদ্ধ গহের আলীর ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। যিনি স্বীকৃতি ও প্রচারের লোভে নয়, নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করেন। প্রচারবিমুখ এই মানুষটির ওপর প্রতিবেদন করার জন্য ‘ইত্যাদি’র টিম গিয়েছিল নওগাঁয়। যে কোনো বয়সেই যে শিক্ষা গ্রহণ করা যায়, তেমনি একটি পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে এবারের অনুষ্ঠানে। ফেনীর রিকশাচালক মনির আহমেদ ও তার পরিবারের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। এ ছাড়াও চুলের হাট এবং তরকারি কাটা নিয়ে রয়েছে দুটি ব্যতিক্রমী রিপোর্টিং। এবারের ‘ইত্যাদি’তে দুজন প্রেমিকের ভালোবাসার স্মৃতি নিয়ে একটি গানে গানে গল্প রয়েছে। এই গল্পের চিত্রায়ণে অংশ নিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী ইমন ও বিন্দু। আর গানটি পরিবেশন করেছেন নুতন এবং অপেশাদার শিল্পী-সুমন। বিয়ের পাত্রী নির্বাচন নিয়ে রয়েছে আরেকটি বিষয়ভিত্তিক গান। গানটিতে অভিনয় করেছেন প্রাণ রায়, সমু চৌধুরী, সাজু খাদেম, আরফান ও আবদুল আজিজ। আমন্ত্রিত দর্শক পর্ব সাজানো হয়েছিল ঢাকার ৪০০ বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে। দর্শক পর্বের নির্বাচিত ৬ জন দর্শকের মধ্যে ৪ জন নির্বাচন করতে ‘ইত্যাদি’র টিম গিয়েছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং বাকি দুজনকে নির্বাচন করা হয় লালবাগ কেল্লায় আমন্ত্রিত দর্শকদের মধ্য থেকে। বিজয়ী নির্বাচনের জন্য ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে ঢাকাকে নিয়ে রচিত একটি তথ্যবহুল গান পরিবেশন করা হয়। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, পরিবেশন করেছেন ফোকসম্রাজ্ঞী ও ‘ইত্যাদি’র আবিষ্কার শিল্পী মমতাজ, সঙ্গে ছিলেন আরিফ দেওয়ান, রুস্তম দেওয়ানসহ আরও অনেকেই। এবারের ‘ইত্যাদি’তে একটি ব্যতিক্রমধর্মী টকশোতে মুখোমুখি দেখা যাবে মামা-ভাগ্নে ও নানা-নাতিকে। এ ছাড়াও বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রƒপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। উল্লেখ্য, প্রতি মাসের প্রথম রবিবার ‘ইত্যাদি’র পুনঃপ্রচার সিডিউল অনুযায়ী চলতি মাসের পর্ব প্রচার তারিখ ছিল ৬ মার্চ, রবিবার। কিন্তু এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট ফাইনাল খেলা থাকার কারণে অনুষ্ঠানটি নির্ধারিত দিনে প্রচার হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন